বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত।


জাকির হোসেন সুমন স্টাফ রিপোর্টারঃ , আপডেট করা হয়েছে : 03-11-2021

বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত।

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত আজ বুধবার দুপুরের দিকে ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত দুজন হলেন আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)। তাঁদের বাড়ি কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম দৈনিক তরুণ কন্ঠ, ও দৈনিক ভোরের ধ্বনি পত্রিকা কে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন,নিহত ব্যক্তিদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফাঁড়িকে জানানো হয়েছে। দুই বাংলাদেশির মরদেহ ভারত সীমান্তের ওপারে রয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে,কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে লক্ষ্মীপ্রসাদ গ্রামের কয়েক বাসিন্দা জানান,আসকর ও আরিফ মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত এলাকায় গিয়ে আর ফেরেননি। বুধবার সকালে কিছু লোক তাঁদের জানিয়েছেন, ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন নিহত হয়েছেন। লাশ বিএসএফের কাছে আছে। ডোনা সীমান্ত বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধীন। বিজিবির ডোনা ফাঁড়ির একটি সূত্র জানিয়েছে,নিহত দুজনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে বলে জানান তারা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা