ফুলপুরে আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-11-2021

ফুলপুরে আনসার-ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ

ময়মনসিংহের ফুলপুরে আনসার ও ভিডিপি সদস্যদের ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজে ৩১ অক্টোবর শুরু হওয়া ওই প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের মাঝে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা সদস্য রয়েছেন। ভিডিপির সদস্যের মূলত জননিরাপত্তামূলক কাজে ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে, দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে অবদান রাখতে, সরকারি জরুরী মুহূর্তে সরকারি নির্দেশনা মোতাবেক কাজ করতে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেওয়া হয়।

আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ  চলবে। এ সময় উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক নৃপেন্দ্র চন্দ্র বর্মন, উপজেলা আনসার ও  ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সুকেদা বেগম প্রমুখ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা