রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে খৎনা কার্যক্রম


আল আমিন আহমেদ নাঈম, সিলেট। , আপডেট করা হয়েছে : 03-11-2021

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে খৎনা কার্যক্রম

রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও লন্ডন প্রবাসী শামসুজ্জামান বাদলের অর্থায়ানে গত ১ নভেম্বর মঙ্গলবার বিকেলে সিলেট নগরী গোয়াবাড়ী মাদ্রাসায় প্রতিবন্ধী, এতিম ও অসহায় দরিদ্র পরিবারের শিশুদের বিনামূল্যে কাপড়, ওষুধ এবং খৎনা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছুর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ নাঈমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম খালেদ। বিনামূল্যে খৎনা কার্যক্রম অনুষ্ঠানে বক্তারা বলেন, সৃষ্টির সেবা করা জগতের মধ্যে সর্বোত্তম কাজ। মানুষ মানুষের সেবা বা সৃষ্টির সেবার মাধ্যমে স্রষ্টার প্রিয় হতে পারে। যে সৃষ্টির সেবা করবে, আল্লাহ তাকে নিজ করুণার চাদর দ্বারা আচ্ছাদন করে রাখবেন। এজন্য সৃষ্টির সেবা বান্দার জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং মহৎ কাজ। আর সৃষ্টির প্রতি দয়া বা অনুগ্রহের মাধ্যমে বান্দা আল্লাহ তা’আলার অনুগ্রহ প্রাপ্ত হয়। সুন্নতে খৎনা প্রতিটি মুসলিম শিশুদের করা অনিবার্য। সুন্নতে খৎনা না করার জন্য অনেকের ইনফেকশনের সম্মুখীন হতে হচ্ছে। তাই দেশের এই ক্রান্তিলগ্নে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের ও লন্ডন প্রবাসী শামসুজ্জামান বাদলের একরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা