দক্ষিণ কোরিয়াকে কিম ইয়ো জংয়ের হুঁশিয়ারি!


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-08-2021

দক্ষিণ কোরিয়াকে কিম ইয়ো জংয়ের হুঁশিয়ারি!

আবারও উত্তপ্ত হয়ে উঠছে দুই কোরিয়ার সম্পর্ক। চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার। যদি এমনটা হয় তাহলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের বোন কিম ইয়ো জং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিম ইয়ো জংকে তার ভাই ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মানা হয়।

কিম ইয়ো জং বলেন, সম্প্রতি দুই কোরিয়ার মধ্যে দীর্ঘ প্রায় এক বছর পর দ্বিপক্ষীয় যোগাযোগের জন্য স্থাপিত হটলাইন চালু হয়েছে। এর ফলে উভয় দেশের মধ্যে শিগগিরই সম্মেলন হচ্ছে বলে যে ধারণা করা হয় তা সঠিক নয়।

তার এই হুঁশিয়ারি এমন সময়ে এলো যখন দুই প্রতিবেশি দেশের সম্পর্ক পুনরুদ্ধারে দ্বিপক্ষীয় সম্মেলন আয়োজনের ব্যাপারে আলোচনা চলছে।

এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আমাদের সরকার ও সামরিক বাহিনী ওয়াশিংটনের সঙ্গে সিউলের মহড়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা