ইরানের পররাষ্ট্রমন্ত্রীর করোনা শনাক্ত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-11-2021

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর করোনা শনাক্ত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘আমির-আব্দুল্লাহিয়ানের শারীরিক অবস্থা ভালো এবং তিনি কোয়ারেন্টাইনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।’ 

করোনার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের এজেন্ডা পরিবর্তিত হয়েছে বলেও জানান তিনি। এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, আমির-আবদুল্লাহিয়ান নভেম্বরের শেষের দিকে ভারত-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন।

পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে নয়াদিল্লিতে যেতে পারবেন কিনা সে বিষয়ে খতিবজাদেহ এখনই কোনো ইঙ্গিত দেননি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা