স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু

নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় স্ত্রী মারা যাওয়ার ৮ ঘণ্টার ব্যবধানে স্বামীও মারা গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্ত্রীর মারা যাওয়ার সংবাদ শুনে মঙ্গলবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্বামী সফিক উল্যা মিয়া (৭৬) মারা যান। 

নিহতের ছেলে কামাল হোসেন জানান, তার মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর বাড়িতে জানানোর পর তার বাবা দুপুরে নিজ বাড়িতে মারা যান। স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে মারা যাওয়ার সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুইজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েল জানান, বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা