পায়রা সেতুতে মোটরসাইকেল দূর্ঘটনা, নিহত স্কুল ছাত্র


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

পায়রা সেতুতে মোটরসাইকেল দূর্ঘটনা, নিহত স্কুল ছাত্র

পটুয়াখালী পায়রা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত ও রাইয়ান (১২) নামের অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রায়হানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বরিশাল মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাইয়ান এর মৃত্যু হয়। রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান শাহরিয়ারের ছেলে। অপর একজন দশম শ্রেনীর ছাত্র মোরশেদকে (১৪) প্রাথ‌মিক চি‌কিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব‌্যরত চিকিৎসক ডাক্তার নুরুন্নাহার জানান, রাইয়ানের মাথায় ইন্টারনাল ট্রাস ইনজু‌রি হওয়ায় তাকে ব‌রিশাল রেফার করা হয়েছে। ঘটনাস্থলে থাকা এস আই উত্তম কুমার ভাট জানান, চারলেনের পায়রা সেতুর মাঝে ডিভাইডার থাকার পরও এক‌টি মোটর সাইকেল রং সাইড দিয়ে অ‌তিক্রম করছিল। সেতুর লেবুখালী টো‌ল পয়েন্টের একটু উত্তর পাশে দু‌টি মোটর সাইকেল মু‌খোমু‌খি সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে চি‌কিৎসার জন‌্য দ্রুত পটুয়াখালী পাঠানো হয়। উল্লেখ্য ২৪ অক্টোবর পায়রা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর এটাই প্রথম দুর্ঘটনা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা