সৌম্য শূন্য রানে ফিরলেন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

সৌম্য শূন্য রানে ফিরলেন

বিশ্বকাপের সুপার টুয়েলভে শুরুতেই সাঝঘরের পথ ধরেন নাঈম। ১১ বলে ৯ রান করে সহজ ক্যাচ দিয়ে সাঝঘরে ফিরেন এই ওপেনার। তার পরেই সৌম্য সরকার ১ বলে শূন্য রানে ফিরেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।

ম্যাচে টস জিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে, যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারীর আজ বড়দের বিশ্বকাপে অভিষেক হচ্ছে। এছাড়া বিবর্ণ মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে দল। তার পরিবর্তে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে। একাদশে দুই পেসার তাসকিন ও শরিফুল আছেন। 

বাংলাদেশ দল এই দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। হ্যামস্ট্রিং চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার পর বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিবের। ওই ম্যাচে ছিলেন নাসুম। মোস্তাফিজকে বাদ দিয়ে আরেক বাঁহাতি স্পিনারকে নিলো বাংলাদেশ। শামীমও অফস্পিন করেন, তবে তিনি ব্যাটিং অলরাউন্ডার।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা