কমিউনিস্ট পার্টির মিছিলে পুলিশের বাধা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

কমিউনিস্ট পার্টির মিছিলে পুলিশের বাধা

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে মিছিল করতে দেয়নি পুলিশ। সোমবার সন্ধায় ফুলপুর পৌর শহরের ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে সমাবেশশেষে মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। জানতে চাইলে ফুলপুর থানার এসআই আশরাফুল আলম বলেন, তারা সরকার ও ইসলাম বিরোধী বক্তব্য দেয়। তাদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট ভাল না।

এর আগে বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ফুলপুর উপজেলা শাখার সভাপতি কমরেড আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক জহুরুল হকের সঞ্চালনায় ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে বক্তব্য শুরু হয়।

এতে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, যুবনেতা জহুরুল আমিন রুবেল, ফুলপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মাইন উদ্দিন প্রমুখ। বক্তব্য দেওয়ার পর মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তারা ব্যানার গুটিয়ে চলে যান।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা