কুড়িগ্রামে শীত শুরু, বেড়েছে লেপ-তোষক কারিগরের ব্যস্ততা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

কুড়িগ্রামে শীত শুরু, বেড়েছে লেপ-তোষক কারিগরের ব্যস্ততা

শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে প্রকৃতিতে। শীতের আগমনী বার্তা এখন জেলার সর্বত্র। আর এরই মধ্যে উত্তরাঞ্চলের সবক'টি জেলার আগেই কুড়িগ্রামে শুরু হয়েছে শীতের ঠান্ডা।দিনের বেলা তাপমাত্রা বাড়লেও শীতের জন্য গরমের তীব্রতা অনেক কমে গেছে। দিনভর রোদ থাকলেও প্রতিদিন সন্ধ্যের পর থেকে শুরু হয় ঠান্ডার প্রকোপ।

রাত নামলেই গায়ে হালকা শীতের কম্বল সকলকেই ব্যবহার করতে হয়। ভোর থেকে মিটি মিটি কুয়াশা পড়তে থাকে। হিমালয়ের কাছাকাছি জেলার অবস্থান হওয়ায় আগাম শীতের বার্তা আসে প্রতিবছর এ জেলায়। সকালে সূর্য ওঠার পর পরই কুয়াশা কেটে যায়। তবে রাতে ও ভোরবেলা শীতের হিমেল ঠান্ডা ও কুয়াশা অনুভূত হয়। 

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, গত ৩-৪ দিন ধরে জেলায় তাপমাত্রা কমে আসছে এবং ওঠানামা করছে। পর্যায়ক্রমে এ তাপমাত্রা কমে আসবে বলে জানানো হয়।

এদিকে, শীতের ঠান্ডা শুরু হওয়ায় এ জেলার মানুষজন ঠান্ডার কাপড়সহ লেপ-তোষক বানানো শুরু করেছেন। আর লেপ-তোষক তৈরির কারিগররাও ব্যস্ত সময় পার করছেন। দোকানে চাহিদা বেড়ে গেছে লেপ ও তোষকের। জেলার পৌর এলাকার বড় মসজিদ সংলগ্ন সুপার মার্কেটের নিচে দোকানিরা লেপ তোষক তৈরিতে ব্যস্ত। একই অবস্থা পৌরবাজার, ত্রিমোহণী মোড় ও ভকেশনাল মোড়ে। 

অন্যদিকে, শীতের ঠান্ডা শুরু হওয়ায় সর্দি-জ্বর ও কাশির প্রকোপ বেড়েছে শহর ও গ্রামে।হাসপাতালগুলোতে প্রতিদিন সর্দি, কাশি ও নিউমোনিয়াসহ ডায়রিয়া রোগীরা চিকিৎসা নিচ্ছেন।চিকিৎসকরা সকলকে নতুন শীতের ঠান্ডা থেকে সুরক্ষিত থাকার আহবান জানান।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত তিনদিন ধরে জেলার তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। তবে নভেম্বরের মাঝামাঝি এ জেলায় শীতের তীব্রতা বাড়তে পারে বলে তিনি জানান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা