ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ঝিনাইদহে অনুষ্ঠিত


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ঝিনাইদহে অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে 'ইকড়া ফুটবল টুর্নামেন্ট-২০২১'র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গতকাল সোমবার বিকালে এই খেলা অনুষ্ঠিত হয়। 

ফাইনালে মুখোমুখি হয় ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর লায়ন্স ক্লাব বনাম হাটগোপালপুর ফ্রেন্ডস স্পোটিং ক্লাব।

লাখো দর্শক খেলাটি উপভোগ করেন। খেলায় বাড়তি আকর্ষণ ছিল নাইজেরিয়ান খেলোয়াড়রা। খেলা নির্ধারিত সময় শেষ হলেও গোলশূন্য হওয়ায় ট্রাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয় ট্রফির। ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হাটগোপালপুর ফ্রেন্ডস স্পোটিং ক্লাবকে হারিয়ে শিরোপা অর্জন করে উত্তর নারায়নপুর লায়ন্স ক্লাব। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহের পাগলাকানাই ইউনিয়নের কোর্টপাড়ার রবিউল ইসলাম।  

এ উপলক্ষে মাঠ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন আবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহা জাহান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুশনা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক পৌর মেয়র জাহিদুল ইসলাম জিরা ও ফুল ব্যবসায়ী দাউদ হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অনেকে।

সভা শেষে বিজয়ী দলকে প্রথম পুরস্কার নগদ ২০ হাজার টাকা ও ট্রপি উপহার দেওয়া হয়। রানার আপ দলকে দেওয়া হয় নগদ ১২ হাজার টাকা ও ট্রপি। ঝিনাইদহ ৬টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৮টি দল খেলায় অংশগ্রহণ করে।

আয়োজক কামাল হোসেন জানান, এলাকার যুবক ছেলেদের মাদক থেকে দুরে রাখতেই এই আয়োজন। করোনার কারণে দুই বছর খেলা বন্ধ ছিল। আগামী বছর আরও বড় আকারে এ খেলার আয়োজন করার আশা আছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা