ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ফেনী ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মঙ্গলবার (২ নভেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ চলছে। পৌরসভার  ১৩টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চলছে।

ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুল কেন্দ্রে জোরপূর্বক অন্যের ভোট দেয়ার অভিযোগে নৌকার এজেন্ট শাহদাত হোসেন শিপনকে আটক করেছে পুলিশ। অন্য কেন্দ্রেও আরও  দুইজন আটক হওয়ার খবর পাওয়া গেছে।  

পৌরসভার মেয়র প্রার্থী কম্পিউটার প্রতীকের  জাকের হায়দার সুমন অভিযোগ  করে বলেন, বিভিন্ন কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেয়া হয়নি। তবে তিনি বলেছেন যেভাবে ভোট গ্রহণ চলছে এভাবে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত চললে এতে সন্তুষ্ট রয়েছি।

নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মোস্তাফা বলেন, এজেন্ট ঢুকতে দেয়া হয়নি তা ঠিক না। শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। গত পাঁচ বছর আমি এলাকায় উন্নয়ন মূলক কাজ করেছি। ভোটারগণ আমাকে ভোট দিবেন, আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ।

এদিকে ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরনবী বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর শুনা যায়নি। একটি কেন্দ্রে খবর শুনেছেন ভোটের বিষয় সাথে সাথে ব্যবস্থা নেয়া হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা