মস্তিষ্কে টিউমারে না ফেরার দেশে ইংলিশ সাবেক পেসার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

মস্তিষ্কে টিউমারে না ফেরার দেশে ইংলিশ সাবেক পেসার

মস্তিষ্কে টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন ইংল্যান্ড ও কেন্টের সাবেক পেসার অ্যালান ইগলসডেন। মৃত্যুকালে এই ক্রিকেটারের বয়স হয়েছিল ৫৭ বছর।

১৯৯৯ সালে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এতদিন কঠিন এই রোগের সঙ্গে লড়ছিলেন অ্যালান ইগলসডেন।

১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওভালে টেস্টে অভিষেক হয়েছিলেন ইগলসডেনের। মার্ক টেইলর ছিলেন তার প্রথম উইকেট শিকারে। এরপর ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজে সফরে আরও দুটি টেস্ট খেলেছিলেন তিনি। তার নামের পাশে ৬টি উইকেট রয়েছে।

এছাড়া ইংলিশদের হয়ে ৪টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করেছিলেন এই ডানহাতি। পেয়েছেন ২টি উইকেট।

জাতীয় দলে সেভাবে সুযোগ না পেলেও ইংলিশ কাউন্টির প্রথম শ্রেণির ম্যাচে ছিলেন দুর্দান্ত। বিশেষ করে কেন্টের হয়ে বেশ সফল ছিলেন তিনি। প্রথম শ্রেণিতে মোট ১৫৪ ম্যাচে ৫০৩টি উইকেট দখল করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা