‘ওরা রোবট নয়’, ভারতের পাশে দাঁড়িয়ে হিন্দিতে টুইট পিটারসনের


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

‘ওরা রোবট নয়’, ভারতের পাশে দাঁড়িয়ে হিন্দিতে টুইট পিটারসনের

বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। তারপর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। টানা দুই ম্যাচে হেরে রীতিমতো চাপে পড়ে গেছে বিরাট কোহলি বাহিনী।

কিউইদের কাছে হেরে যাওয়ায় ভারতের এখন সেমিফাইনালে ওঠা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

তীব্র সমালোচনা চলছে ভারতকে নিয়ে। কোহলির অধিনায়কত্বও প্রশ্নের মুখে। এমন কী মহেন্দ্র সিং ধোনি, রবি শাস্ত্রীকেও ছেড়ে কথা বলছেন ভারতীয় সমর্থকরা। এ পরিস্থিতিতে কোহলির ভারতের পাশে দাঁড়িয়ে সরব হলেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন।

সোমবার হিন্দিতে একটি টুইট করে তিনি লিখেছেন, ‘খেলায় একজন বিজেতা এবং পরাজিত পক্ষ থাকে। কোনো খেলোয়াড়ই হারতে মাঠে নামে না। নিজেদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় সম্মানের। দয়া করে এটা বোঝার চেষ্টা করুন, এই ম্যাচ যারা খেলে, তারা রোবট নয় এবং ওদেরও সব সময়ে সমর্থন প্রয়োজন।’

টুর্নামেন্টে ভারতের হাতে এখনও তিনটি ম্য়াচ রয়েছে। আর এটা পরিষ্কার, ভারতকে তিনটি ম্যাচই জিততে হবে। কিন্তু রানরেটের যা পরিস্থিতি, তাতে ভারতকে তিনটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে। আর আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ডকে হারতে হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা