আমাদের সন্তান ও সন্তানদের সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলুন : রানি এলিজাবেথ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-11-2021

আমাদের সন্তান ও সন্তানদের সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলুন : রানি এলিজাবেথ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলন কপ ২৬ -এ অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের গ্লাসগোতে বসেছে এবারের শীর্ষ সম্মেলনের আসর। রানি বিশ্বনেতাদের উদ্দেশে বলেছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্যিকারের রাষ্ট্রনেতা হতে হবে এবং আমাদের সন্তান ও সন্তানদের সন্তানদের জন্য নিরাপদ ও স্থিতিশীল পৃথিবী গড়তে হবে।

গত ৩১ অক্টোবর শুরু হওয়া জাতিসংঘের এ জলবায়ু সম্মেলন চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। ভিডিও বার্তায় রানি আরও বলেছেন, বহু মানুষ আশা করে, জলবায়ু পরিবর্তন রোধের অঙ্গীকারকে এখন কার্যে পরিণত করার সময় এসেছে।

জলবায়ু সম্মেলনে রানিরও অংশ নেওয়ার কথা ছিল। তবে চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দেওয়ায় তিনি সম্মেলনে আসা নেতাদের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন।

জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন প্রিন্স অব ওয়ালস ফিলিপ ও তার স্ত্রী ক্যামিলা এবং ফিলিপের ছেলে ডিউক অব ক্যাম্বব্রিজ উইলিয়াম ও তার স্ত্রী কেট।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা