দিনাজপুরে জাতীয় যুব দিবস উদযাপন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-11-2021

দিনাজপুরে জাতীয় যুব দিবস উদযাপন

দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, যুব র‌্যালি, যুব ঋণ-প্রশিক্ষন সনদ, যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সোমবার কাহারোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপনে আলোচনা সভা ও প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
সভার পূর্বে জাতীয় যুব দিবস উদযাপনে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে বর্ণাঢ্য যুব র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুকুমার রায়, জেলা পরিষদের সদস্য মিরা মাহাবুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার অরুণ কুমার বিশ্বাস।

এদিকে, সোমবার সকাল ১১টায় দিনাজপুর জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা