এখনও অনেক খেলা বাকি: কোহলি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-11-2021

এখনও অনেক খেলা বাকি: কোহলি

বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার। তারপর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হার। টানা দুই ম্যাচে হেরে রীতিমতো চাপে পড়ে গেছে বিরাট কোহলি বাহিনী।

তাদের সেমিফাইনালে যাওয়ার আশা কি তবে এখানেই শেষ? তা নিয়ে চলছে নানা জল্পনা। 

যদি টিম ইন্ডিয়াকে সেমিফাইনালে জায়গা পাকা করতে হয় তাহলে বিরাট কোহলিদের বাকি তিনটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবেই। তবে শুধু বড় ব্যবধানে জিতলেই চলবে না আফগানিস্তান, পাকিস্তান ও নিউজিল্যান্ডের দিকেই তাকিয়ে থাকতে হবে।

এ অবস্থায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি মনে করেন এখনই আশা ছাড়ছেন না তিনি। 

কোহলি জানান, আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। হিসাব করে ঝুঁকি নিতে হবে। চাপ কাটিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে। এখনও অনেক খেলা বাকি রয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা