টুইটে খোঁচা দিয়ে আফ্রিদি বোঝালেন, ‘ভারত শেষ’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-11-2021

টুইটে খোঁচা দিয়ে আফ্রিদি বোঝালেন, ‘ভারত শেষ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এবারই ভারতকে হারায় পাকিস্তান। ১৫১ রান তাড়া করে পুরো ১০ উইকেটের এই জজের পর পাকিস্তানের কাছে প্রথম লজ্জায় পেল ভারত! তবে ভারকে যে আরও লজ্জার মুখে পড়তে হবে তা ভাবেনি বিরাট কোহলির দল। 

রবিবার রাতে ভারতকে দ্বিতীয়বার লজ্জায় ফেলে কিউইরা। ১১০ রানে আটকে রেখে ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নেয় তারা। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারের পর ভারতের পরিণতি নিয়ে হালকা খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। টুইটে আফ্রিদি বুঝালেন ‘ভারত শেষ।’

তিনি লিখেছেন, ‘ভারতের এখনো সেমিফাইনালে খেলার ক্ষীণ একটি সম্ভাবনা আছে। কিন্তু সেটা কীভাবে? চলতি ইভেন্টে (বিশ্বকাপে) তারা যেভাবে দুটি বড় ম্যাচে হেরেছে, তাহলে কীভাবে তারা সেমিতে খেলতে পারবে? মূলত মিরাকল ছাড়া সেমিতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ভারতের।’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা