মাদারীপুরে দুই প্রতিষ্ঠানে ৩৭ শিক্ষকের পদ শূন্য


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-11-2021

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানে ৩৭ শিক্ষকের পদ শূন্য

জেলা সদরের দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে ৩৭ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

সরকারি ইউনাইটেড ইসলামীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আবুল হোসেন জানান, বর্তমানে সহকারী প্রধান শিক্ষকসহ ১৩ পদ শূন্য রয়েছে। এছাড়া ৫টি কর্মচারীর পদও শূন্য। বিদ্যালয়টিতে প্রায় ১৯শ’ শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষক কম থাকায় তাদের পাঠদানে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে জেলা সদরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্তমানে সিনিয়র শিক্ষকের ১১টি পদসহ ২৪টি পদ শূন্য রয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক রতন কুমার খান জানান, বর্তমানে বিদ্যালয়ে এক হাজার ৭ শতাধিক ছাত্রী লেখাপড়া করে করছে। কিন্তু সিনিয়র শিক্ষকের ১১ পদ, ভৌত বিজ্ঞান শিক্ষকের ৪টি পদসহ ২৪টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা সুবল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, ঐ দুইটি প্রতিষ্ঠানে জরুরী ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়া প্রয়োজন। তা না হলে শিক্ষার্থীরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা