যুক্তরাজ্যে টানেলের ভেতর দুই ট্রেনের সংঘর্ষ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-11-2021

যুক্তরাজ্যে টানেলের ভেতর দুই ট্রেনের সংঘর্ষ

যুক্তরাজ্যে একটি টানেলের ভেতরে দু'টি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডন রোডের কাছে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ১৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। 

জানা যায়, প্রথমে একটি ট্রেন টানেলের ভেতরে একটি বস্তুকে ধাক্কা দেয়। পরে সিগনালের ত্রুটি থাকায় বিপরীত দিকে আসতে থাকা আরেকটি ট্রেনকে সতর্ক করতে ব্যর্থ হয় থেমে থাকা ট্রেনের ড্রাইভার। এতেই অন্য ট্রেনটি এসে থেমে থাকা ট্রেনে ধাক্কা দেয়।

অ্যাঞ্জেলা ম্যাটিংলি নামে ট্রেনের এক যাত্রী বলেন, ‘কয়েক সেকেন্ডের মধ্যে যে কী হয়ে গেল কিছু বোঝা গেল না। হঠাৎ দেখলাম চারপাশে সব কালো। সবাই খুব ভয় পেয়েছিল, কিন্তু ওইভাবে কেউ বড় কোনো আঘাত পায়নি।’

স্থানীয় ডোর্সেট অ্যান্ড উইল্টশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ এই ঘটনাকে ‘মেজর ইনসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স, কোস্টগার্ড ও হেলিকপ্টারও পাঠানো হয়।

সূত্র: বিবিসি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা