আশাবাদী কোহলি!


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-11-2021

আশাবাদী কোহলি!

নিউজিল্যান্ডের কাছে বড় হারের পরেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, এখনও অনেক খেলা বাকি রয়েছে। তাই ব্যর্থতা ভুলে ইতিবাচক মানসিকতা নিয়েই আগামী দিনে খেলতে হবে তাঁদের।

রবিবার খেলা শেষে সাক্ষাৎকারে ভারতীয় সমর্থকদের কাছে কার্যত ক্ষমা চেয়ে নেন ভারত অধিনায়ক। কোহলি বলেন, ‘‘যখন আপনি ভারতের হয়ে খেলেন তখন আপনার উপর অনেক চাপ থাকে। টেলিভিশনে অনেকে খেলা দেখেন। মাঠ ভরে দর্শক আসেন। তাই ক্রিকেটারদের বুঝতে হবে সেই প্রত্যাশার চাপ সামলে কীভাবে খেলতে হয়। গত দু’ ম্যাচে সেটা আমরা করে উঠতে পারিনি।’’

তার পরেই অবশ্য ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক। কোহলি বলেন, ‘‘আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। হিসাব করে ঝুঁকি নিতে হবে। চাপ কাটিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে। এখনও অনেক খেলা বাকি রয়েছে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কঠিন হয়ে গেছে। শুধু নিজেদের বাকি তিন ম্যাচে বড় জয় পেতে হবে তাই নয়, তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে। আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তবেই কোহলিদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা