নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রান টিম ইন্ডিয়ার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-10-2021

নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রান টিম ইন্ডিয়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডকে ১১১ রানের টার্গেট দিয়েছে ভারত। এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ রান করে কোহলিরা।

রবিবার দুবাইয়ে সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ম্যাচের শুরুতেই কিউই অধিনায়কের সিদ্ধান্তের যথার্থ প্রমাণ দেন বোলাররা। ইনিংসের প্রথম ১১ ওভারের মধ্যে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেয় কিউই বোলাররা। 

ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাথায় ইশান কিশান মাত্র ৪ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হয়ে মাঠ ছাড়েন। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে আরও এক ব্যাটারকে হারিয়েছে ভারত। এবার টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ হয়েছেন লোকেশ রাহুল।

কিউই বোলাদের তোপের মুখে ভারতের রোহিত শর্মা ক্যাচ আউট হন। এরপর চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। তিনি ১৭ বল খেলে মাত্র ৯ রান করেন। এদিন ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন রবিন্দ্র জাদেজা। তিনি ১৯ বল খেলে ২৬ রান করেন। অন্যদিকে ২৪ বল খেলে ২৩ রান করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসে ভারতের আর কোনো ব্যাটার ২০-এর বেশি রান করতে পারেননি।

অন্যদিকে কিউই বোলার ট্রেন্ট বোল্ট ৪ ওভার বল করে মাত্র ২০ রানের বিনিময়ে ভারতের গুরুত্বপূর্ণ ৩ উইকেট তুলে নেন। ইশ সোধি ১৭ রান দিয়ে নেন দুই উইকেট। আর নিউজিল্যান্ডের টিম সাউদি ও অ্যাডাম মিলনে একটি করে উইকেট নেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা