ভারতের ব্যাটিং দেখে হতাশ মাইকেল ভন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-10-2021

ভারতের ব্যাটিং দেখে হতাশ মাইকেল ভন

ভারতের ব্যাটিং দেখে হতাশ হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি টুইটারে লেখেন '২০১০ সালের ক্রিকেট খেলছে ভারত'।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১১ ওভারে ৪.৭২ গড়ে ৪ উইকেট হারিয়ে মাত্র ৫২ রান তুলে ভারত। তাদের এমন স্লোথ রান রেট দেখে হতাশ ইংলিশ সাবেক অধিনায়ক। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে ভারত। ৪৮ রানে ইশান কিশান, লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো তারকা ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে টিম ইন্ডিয়া। 

ট্রেন্ট বোল্ট, টিম সাউদির পর ভারতীয় শিবিরে জোড়া আঘাত হানেন ইস সৌদি। তাদের তুরুপের তাসে পরিনত হয়ে সাজঘরে ফেরেন ইশান কিশান, লোকেশ রাহুল, রোহিত শর্মা ও বিরাট কোহলি।

১৪.৩ ওভারে দলীয় ৭০ রানে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে বোল্ড করেন অ্যাডাম মিলনে। ১৯ বলে মাত্র ১২ রান করার সুযোগ পান পন্থ। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১০ রান করে ভারত।

রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় ভারত। ট্রেন্ট বোল্টের গতির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইশান কিশান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা