ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড, যানজট


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-10-2021

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড, যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকেল ৪টার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেকারি, সেলুন, হার্ডওয়্যার ও মুদির ১৪টি দোকান ভস্মীভূত হয়। 

কুমিল্লা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশের দোকানগুলোয় আগুন লাগায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার সময় যানজট নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কুমিল্লার সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। তীব্রতা বাড়ায় আরও পাঁচটি ইউনিট যোগ করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, অগ্নিকাণ্ডের কারণে কিছু সময় মহাসড়ক বন্ধ রাখতে হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা