রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-10-2021

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন

সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও” স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক  সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, মো. নুরুজ্জামান বিশ্বাস, প্রফেসর আব্দুল মান্নান গাজী, আক্তার হোসেন, মো. সাইফুল ইসলাম, মোস্তফা আজাদ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেব আত্মপ্রকাশ করেছে। সেই দেশের মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্ম বেঁচে থাকতে সাম্প্রদায়িকতা হানা দিবে সেটা সহ্য করা হবে না। দ্রুত সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন মুক্তিযোদ্ধারা।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা