পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-10-2021

পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই’

পুলিশ নিয়োগে ঘুষ বাণিজ্যের সুযোগ নেই বলে জানিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। তিনি বলেন, এক সময় এই নিয়োগে ঘুষ বাণিজ্য করতো এক শ্রেণির অসাধু দালালচক্র। কিন্তু এবার সেই সুযোগ নেই। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবারে পুলিশের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কনস্টেবল পদে অনলাইনে আবেদন চলছে।

রবিবার দুপরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে পঞ্চগড়ে কর্মরর্ত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, আগামী ৪ নভেম্বর অনলাইন আবেদন শেষ হলে প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক পরীক্ষা হবে। প্রত্যেক চাকরি প্রার্থীকে ১১টি ধাপে অংশ নিতে হবে। এসব ধাপ থেকে প্রার্থী বাছাই করা হবে। পরে লিখিত, মৌখিক এবং শারীরিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষা উত্তীর্ণদের পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

পুলিশ সুপার জানান, পুলিশ নিয়োগে দেশে প্রথমবারের এই পদ্ধতি শুরু হয়েছে। এ পদ্ধতির মাধ্যমে পুলিশ নিয়োগে দালালদের দৌরাত্ম্য শেষ হবে। পুলিশ নিয়োগে কাউকে টাকা না দেওয়া বা তদবির না করার আহ্বান। সেই সাথে কেউ এমন কাজ করলে পুলিশকে খবর দেওয়ার কথা জানান তিনি।

প্রসঙ্গত, সারা বাংলাদেশে পুলিশ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ শুরু করেছে সরকার। পঞ্চগড়ে আগামী ১৪ নভেম্বর পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। এই জেলায় ২১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা