বাংলাদেশের বিপক্ষে সিরিজ, অস্ট্রেলিয়াতেই দেখা যাবে না অস্ট্রেলিয়ার খেলা!


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-08-2021

বাংলাদেশের বিপক্ষে সিরিজ, অস্ট্রেলিয়াতেই দেখা যাবে না অস্ট্রেলিয়ার খেলা!

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এর আগে আইসিসি ইভেন্ট বাদে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া কখনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের পাঁচটি ম্যাচ হবে। ৩ আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। পরের ম্যাচগুলো যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সিরিজের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজ-২০২১, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া’। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, সিরিজের কোনও ম্যাচই সরাসরি দেখা যাবে না অস্ট্রেলিয়া থেকে! কেননা, অস্ট্রেলিয়াতে এখনও কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও গণমাধ্যমকে বলেছেন, “অস্ট্রেলিয়াতে এখনও কারও কাছে খেলা দেখানোর স্বত্ব বিক্রি করা যায়নি। কালকের (সোমবার) মধ্যেও যদি সেটি না হয়, তাহলে অস্ট্রেলিয়া থেকে এই সিরিজের খেলা দেখা যাবে না।”

জানা গেছে, বাংলাদেশ দলের হোম সিরিজের টেলিভিশন সম্প্রচার স্বত্ব ব্যানটেক নামে একটি প্রতিষ্ঠানের। বাংলাদেশে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের খেলাগুলো সরাসরি দেখাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। তবে এখন পর্যন্ত সিরিজের ম্যাচগুলো দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি অস্ট্রেলিয়ার কোনও সম্প্রচার সংস্থা বা টেলিভিশন। 

এদিকে, অস্ট্রেলিয়ার হোম সিরিজ সম্প্রচারে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি আছে ফক্স স্পোর্টস ও সেভেন ওয়েস্ট মিডিয়ার। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার যে সিরিজ অনুষ্ঠিত হয়েছে, তা দেশটিতে সম্প্রচার করেছে ফক্স স্পোর্টস। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো দেখাবে না চ্যানেলটি। ফক্সের টিভি গাইডে দেখা গেছে, চ্যানেলটি বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজের সময় ইংল্যান্ড-ভারত টেস্ট, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ ও দ্য হান্ড্রেডই শুধু সরাসরি সম্প্রচার করবে ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা