জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-10-2021

জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক

জয়পুরহাটের কালাই উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানের মধ্যে কৃষকদের আগাম জাতের আলু রোপণ মৌসুমের শুরুতে জমির সেচ চালিত প্রায় ১৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে জমির সেচ কাজ বন্ধ হয়ে কৃষি উৎপাদন বিঘ্ন হচ্ছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন। 

জানা গেছে, উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের সাজুর তিনটি, একই ইউনিয়নের নান্দাইল দিঘীর আমজাদ হোসেনের দুইটি, মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের তিনটি, মোলামগাড়ীহাটের মুজিবর রহমানের তিনটি, নজরুল ইসলামের দুইটিসহ প্রায় ১৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে রাতের আধারে চোরের দল। চুরি হওয়া ট্রান্সফরমার এর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।

কালাই পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম গোবিন্দ চন্দ্র দাস জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। চুরি ঠেকাতে এ উপজেলায় যাদের ট্রান্সফরমার সংযোগ আছে সেই কৃষকদের ট্রান্সফরমার পাহারা দেয়ার জন্য সর্তক করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে চোর চক্র অচিরেই ধরা পড়বে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা