গলাচিপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মতবিনিময় সভা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 31-10-2021

গলাচিপায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মতবিনিময় সভা

গলাচিপা উপজেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নের সকল পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন পটুয়াখালী জেলা প্রশাসক।

আজ রবিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

এসময় তিনি বলেন, নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারদের কোন ধরণের সমস্যা হলে স্থানীয় প্রশাসনকে জানাবেন। যদি বড় কোন সমস্যা হয় তাহলে সরাসরি আমাকে জানাতে পারেন।
  
সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ শহীদুল্লাহ, বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন,  বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন, র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার  মো. শহিদুল ইসলাম (এস), পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শফিকুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহিন ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম প্রমুখ।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা