চীনের উহানে ছুরিকাঘাতে নিহত ৭, আহত ১


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-10-2021

চীনের উহানে ছুরিকাঘাতে নিহত ৭, আহত ১

চীনের হুবেই প্রদেশের উহানে সোমবার ছুরি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে, পুলিশের বরাত দিয়ে চায়না ডেইলি এই তথ্য জানিয়েছে। একটি ছোট শিশুও হামলায় আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোরে ৩৯ বছর বয়সী সন্দেহভাজন উপনাম গাও পাঁচ জনকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তাদের হত্যা করা হয় এবং জিয়াওসি শহরে অন্য একজনকে আহত করে।জিয়াওসি শহরের কমিউনিস্ট পার্টির প্রধান, তার স্ত্রী, পুত্রবধূ এবং দুই নাতি-নাতনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।   

মঙ্গলবার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, পালিয়ে যাওয়ার জন্য গাড়ি ছিনতাইয়ের চেষ্টার সময় একজন পথচারী ও একজন ক্যাব চালককে মারাত্মকভাবে জখম করেন হামলাকারী। পরে একটি সেতু থেকে ইয়াংসি নদীতে লাফিয়ে পড়েন তিনি। তবে নদীতে লাফিয়ে পড়া হামলাকারী বেঁচে আছেন কি-না তা জানাতে পারেনি পুলিশ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা