২৫০ শিশুর পড়াশোনার খরচ দেবেন বাবর


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-10-2021

২৫০ শিশুর পড়াশোনার খরচ দেবেন বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে রবিবার রাতে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ভারতের বিপক্ষে বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম একটি মহৎ কাজের সঙ্গে যুক্ত হলেন। 

২৭ বছর বয়সি ব্যাটিং সুপারস্টার সিদ্ধান্ত নিয়েছেন, তিনি একটি ইডিটেক প্ল্যাটফর্ম নুন-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করবেন। এভাবেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয় উদযাপন করতে চান বাবর আজম। পাকিস্তান অধিনায়কের আদর্শ তার বাবা মোহাম্মদ আজম। ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার উদ্যোগ তার বাবার। 

বাবর ঘোষণা করেছেন, ২০ লাখ রুপির একটি তহবিল গঠন করা হবে। ‘আমি ২৫০ যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে এই জয় উদযাপন করতে চাই। আমার বাবা মোহাম্মদ আজমের এই উদ্যোগ’, বলেছেন তিনি।

উল্লেখ্য, ইমরান খান পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছেন। ইউনুস খান পাকিস্তানকে এনে দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। কিন্তু বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি তারা কেউ। অবশেষে রবিবার বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে জয়ের দেখা পেল টিম পাকিস্তান।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা