'জয়ী' অ্যাওয়ার্ড পেলেন বশেমুরকৃবি’র অধ্যাপক আইভী


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-10-2021

'জয়ী' অ্যাওয়ার্ড পেলেন বশেমুরকৃবি’র অধ্যাপক আইভী

কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 'টপ প্রফেশনাল' ক্যাটাগরিতে 'জয়ী অ্যাওয়ার্ড' পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী।

অধ্যাপক আইভী জানান, গত ২৩ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দেশের নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)-এর আয়োজনে দুইদিনের ‘উই সামিট-২০২১’র শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক আইভীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এম পি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসিইও মোহাম্মদ মনিরুল মওলা, লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মি: খাজা শাহরিয়ার, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার প্রমূখ। এতে উইয়ের সহস্রাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এদিন সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ সফল নারী উদ্যোক্তাকে ‘জয়ী’ অ্যাওয়ার্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বশেমুরকৃবি’র উপ-রেজিস্ট্রার (জনসংযোগ শাখা) মো. মজনু মিয়া এসব তথ্য জানান। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৃতি এ অধ্যাপক শিক্ষা জীবনের প্রতিটি স্তরেই রেখেছেন মেধার স্বাক্ষর। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা