ডি'ককের সরে দাঁড়ানোর পেছনে কি কৃষ্ণাঙ্গ বিপ্লবে অসম্মতি?


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-10-2021

ডি'ককের সরে দাঁড়ানোর পেছনে কি কৃষ্ণাঙ্গ বিপ্লবে অসম্মতি?

টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগমুহূর্তে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। এক প্রেস বিজ্ঞপ্তিতে হুট করেই প্রোটিয়া বোর্ড জানায়, আজকের (মঙ্গলবার) ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

টসের সময় অধিনায়ক টেম্বা বাভুমা জানান, ডি'ককের সরে দাঁড়ানোর কারণ 'ব্যক্তিগত'। কিন্তু দুয়ে দুয়ে চার মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বর্ণবাদবিরোধী প্রতিবাদে রাজি না থাকায় ডি'কক এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এতদিন 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা একেকজন একেকভাবে অংশ নিয়েছেন। কেউ হাঁটু গেড়ে একাত্মতা জানিয়েছেন, কেউ মুষ্ঠিবদ্ধ হাত তুলে ধরেছেন, কেউবা দাঁড়িয়ে একাত্মতা জানিয়েছিলেন। কিন্তু ডি'কক এই আন্দোলনে একবারও অংশ নেননি! বিশ্বকাপের মাঝেই আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সব ক্রিকেটার এবং স্টাফদের হাঁটু গেড়ে বসে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়। এরপরেই জানা গেল, ডি'কক নিজেকে সরিয়ে নিয়েছেন!

উইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা হাঁটু গেড়ে বসে এই প্রতিবাদে সামিল হয়েছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'দলের সদস্যদের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য ভিন্ন রকম ভঙ্গিমার কারণে একটা অনাকাঙ্ক্ষিত ধারণা তৈরি হয়েছে। যাতে মনে হচ্ছে, এ আন্দোলনের প্রতি পর্যাপ্ত সমর্থন প্রকাশ করা হচ্ছে না। ক্রিকেটারদের এ ক্ষেত্রে অবস্থানসহ সব রকম ইস্যু পর্যালোচনার পর বোর্ডের মনে হয়েছে বর্ণবাদের বিপক্ষে ক্রিকেটারদের একাত্মতা প্রকাশে ঐক্যবদ্ধ হওয়া উচিত, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাস বিবেচনায়। বিশ্বকাপে একাধিক দল একটা ধারাবাহিক অবস্থান নিয়েছে। বোর্ড মনে করে, দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দেরও এটা করা উচিত।'


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা