ফের ভয়ংকর হচ্ছে স্পেনের আগ্নেয়গিরি


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-10-2021

ফের ভয়ংকর হচ্ছে স্পেনের আগ্নেয়গিরি

স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরিটি ফের ভয়ংকর রূপ নিয়েছে। নতুনভাবে আবার ব্যাপক লাভার উদগীরণ শুরু হয়েছে। ফলে আগে যে সব এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি এখন সেসব এলাকায়ও লাভা পৌঁছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত পাঁচ সপ্তাহ ধরে আগ্নেয়গিরিটি থেকে অগ্নুৎপাত হচ্ছে। খবর ইউরোনিউজ'র।

সোমবার (২৫ অক্টোবর) ভোরে আগ্নেয়গিরিটিতে থেকে গলিত লাভার নতুন ভাবে বের হয়েছে। ক্যানারি দ্বীপপুঞ্জ ভলকানোলজি ইনস্টিটিউট এটিকে একটি বিশাল লাভার ফোয়ারা হিসেবে বর্ণনা করেছে। পাহাড়ের নিচে গড়িয়ে পড়া লাভার নদীগুলো প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইনস্টিটিউটের গবেষক পেড্রো হার্নান্দেজ পাবলিক ব্রডকাস্টার বলেন, আমরা একটি নতুন পর্যায়ে আছি, যা অনেক বেশি তীব্র।

অগ্নুৎপাতের ফলে উত্তর-পশ্চিম আফ্রিকার দ্বীপের ওপরে ছাই মেঘ দেখা গেছে। নতুনভাবে লাভা উদগীরণ হওয়ায় কী নির্দেশনা আসে সে অপেক্ষায় আছে সেখানকার বাসিন্দারা। এদিকে কর্তৃপক্ষ আরও অধিক সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা