লিটন আমাদের দলের মূল খেলোয়াড়দের একজন : বোলিং কোচ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-10-2021

লিটন আমাদের দলের মূল খেলোয়াড়দের একজন : বোলিং কোচ

নিজেকে যেন হারিয়ে খুঁজছেন লিটন দাস। ব্যাটে যেমন রান পাচ্ছেন না, তেমনি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে সমর্থকদের কাছে খলনায়ক হয়ে গেছেন তিনি। এমনকি তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। তবে এই খারাপ সময়েও দলকে পাশে পাচ্ছেন এই ডানহাতি ওপেনার।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রানের ভালো পুঁজি নিয়েও ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। অথচ দলীয় ৭৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। ১৩তম ওভারে আফিফ হোসেনের বলে ভানুকা রাজাপক্ষের ক্যাচ মিস করেন। ওই সময় ১৪ রানে ব্যাট করছিলেন লঙ্কান বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৩৩ বলে ৫১ রান করেন রাজাপক্ষে।

লিটনের ওই দুই ক্যাচ মিস করা নিয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন বলেন, 'লিটন দাস আমাদের দলের মূল খেলোয়াড়দের একজন। সে আমাদের সেরা ফিল্ডার। তবে এখানে বিষয়টা হলো, একাধিক ক্যাচ মিস হয়েছে। কিন্তু তাতে এতদিন যে দলে সে অবদান রেখেছে এসেছে তা তো আর মিথ্যা হয়ে যাচ্ছে না। এমন ক্যাচ মিস হতেই পারে। কিন্তু লিটনের ক্যাচ মিস বেশি আলোচনায় এসেছে, কারণ এতে খেলার ফলাফলে প্রভাব পড়েছে। '

সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল বিকাল ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগে ভুলগুলো শুধরে নেওয়ার আশ্বাস দিলেন গিবসন, 'সব ম্যাচেই কিছু সুযোগ ফসকে যায়। অবশ্যই খেলার ফলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় এটা (লিটনের ক্যাচ মিস) বেশি আলোচিত। কিন্তু আমরা ক্যাচিং অনুশীলন করছি। যখন ছেলেরা চাপের সময়ে খেলে তখন এসব ক্যাচ মিসের ঘটনা ঘটে। আমি বলছি না এটা উদ্বেগের। আমরা এ থেকে বের হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি।'



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা