টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের থিম সংয়ে শওকত ইমরানের চিত্রকর্ম


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-10-2021

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের থিম সংয়ে শওকত ইমরানের চিত্রকর্ম

গত এক দশক ধরে বিভিন্ন ধরনের চিত্রকর্ম নিয়ে কাজ করছেন শওকত ইমরান। চিত্রকর্মের জন্য পেয়েছেন একাধিক উৎসাহমূলক পুরস্কার। সেই ধারাবাহিকতায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংয়ে স্থান পেয়েছে ইমরানের চিত্রকর্ম। 

‘লড়বে এবার বাংলাদেশ’ শিরোনামের থিম সংটির ভিডিও পরিচালনা করেছেন সজল আহমেদ। এটি বর্তমানে টিভি চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে।

এ প্রসঙ্গে শওকত ইমরান বলেন, ‘অনেকদিন ধরেই চিত্রকর্ম তৈরি করছি। আমার চিত্রকর্ম নিয়ে প্রদশর্নীও হয়েছে অনেকবার। তবে বিশ্বকাপ ক্রিকেটের থিম সংয়ে আমার চিত্রকর্ম স্থান পাওয়ায় অন্য রকম ভালো লাগা কাজ করছে। কারণ ক্রিকেট জনপ্রিয় একটি খেলা। আর থিম সংটিও এখন সবার মুখে মুখে। এবারের অর্জন আমাকে অবিষ্যতে ভালো কাজের প্রেরণা জোগাবে।’

চিত্রকর্ম ছাড়াও এক যুগ ধরে একজন আলোকচিত্রী হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন ইমরান। নাটক সিনেমায় নিয়মিত স্থির চিত্রের কাজ করছেন। পাশাপাশি বিজ্ঞাপনেও নিয়মিত আলোকচিত্রের কাজ করেন ইমরান। বর্তমানে চিত্রকর্ম ও ফটোগ্রাফি-এই দুই ধরনের কাজ নিয়েই ব্যস্ত আছেন তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা