পদ্মায় জেলের জালে ১৬ কেজির কাতল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-10-2021

পদ্মায় জেলের জালে ১৬ কেজির কাতল

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি কাতল মাছ। ১ হাজার ৭০০টাকা কেজি দরে মাছটি ২৭ হাজার ২০০টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং  ফেরিঘাট এলাকায় ইসহাক হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইসহাক মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মৎস্য আড়তে নিয়ে আসলে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করে। সেখান থেকেই মূলতো বড় মাছের বিষয়টি জানাজানি হয়। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য বাবসায়ী মো. শাজাহান সর্বোচ্চ দামে মাছটি কিনে নেন। শাজাহান ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২৭ হাজার ২০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।

স্থানীয় জেলে ইসহাক হালদার বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পদ্মায় ইলিশ ধরা নিষেধ ছিলো। মঙ্গলবার ভোরে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর পদ্মায় ইলিশ ধরতে বের হই। কিন্তু ভোরে পদ্মার বুকে জাল ফেলতেই বড় আকৃতির একটি কাতল মাছ ধরা পড়ে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বর্তমানে পদ্মায় জেলেরা মাছ ধরবে। সকাল বেলায় বড় মাছের খবর সত্যিকার অর্থেই খুশির। আশা করছি পদ্মায় এবার ইলিশসহ বড় মাছ পাবেন জেলেরা।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা