মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ১৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-08-2021

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় ১৫৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে জেলায় নতুন করে আরও ১৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আজ সোমবার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে মোট ১৫৩ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়াও জেলায় ২৪ ঘণ্টায় ৩৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৩ জনের করোনা ধরা পড়ে। নতুন করোনা আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫১ জন, সাটুরিয়ায় ২৭ জন, শিবালয়ে ২২ জন, হরিরামপুরে ৮ জন, সিংগাইরে ১০ জন, ঘিওরে ২৭ জন ও দৌলতপুরে ৮ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত ৩২ হাজার ৪৭৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৪০৬ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা