বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-08-2021

বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইনের রাজার কূটনৈতিক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

গতকাল রবিবার (১ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম।

সাক্ষাতে রাষ্ট্রদূত করোনা মহামারী কালে বাহরাইনের রাজার সাধারণ ক্ষমা ঘোষণাসহ বিভিন্ন মানবিক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত বাহরাইন রাজার কূটনৈতিক উপদেষ্টাকে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীদের ফিরিয়ে নিতে রাজার সদয় বিবেচনার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। তিনি মুজিববর্ষ উপলক্ষে কূটনৈতিক উপদেষ্টাকে কোমেমোরেটিভ স্ট্যাম্প মুদ্রণের প্রস্তাব রাখেন। কূটনৈতিক উপদেষ্টা এ বিষয়ে তার আন্তরিক আগ্রহ প্রকাশ করেন।

এছাড়াও বছরের শেষে বাংলাদেশে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে বাহরাইনের অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাতকালে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তারে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা