বরিশাল থেকে টইটুম্বুর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে তিন লঞ্চ


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-08-2021

বরিশাল থেকে টইটুম্বুর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে তিন লঞ্চ

বরিশাল নদী বন্দর থেকে টইটুম্বুর যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে তিনটি লঞ্চ। রবিবার রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে লঞ্চগুলো ঢাকার উদ্দেশে নদী বন্দর ত্যাগ করে। 

লঞ্চ গুলো হলো এমভি এ্যাডভেঞ্চার-৯, এমভি কুয়াকাটা-২ এবং এমভি কীর্তনখোলা-২। প্রতিটি লঞ্চে মাস্ক বিহীন যাত্রী ছিল প্রায় অর্ধেক। লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের সরকারি নির্দেশনা থাকলেও ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে গন্তব্যে ছুটেছে লঞ্চ তিনটি। এ কারণে কোনো লঞ্চে শারীরিক দূরত্ব রক্ষা হয়নি। লঞ্চে ওঠার সময় তাদের হ্যান্ড স্যানিটাইজার দেয়ার কোনো ব্যবস্থা ছিল না। লঞ্চ ছাড়ার আগে জীবানুনাশক স্প্রে করার নির্দেশনাও উপেক্ষিত হয়েছে। 

ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ম্যানেজার হুমায়ুন কবির বলেন, যাত্রীদের মাস্ক ব্যবহারের জন্য মাইকিং করা হচ্ছে। শারীরিক দূরত্ব বজায় রাখার তাগিদ দেয়া হচ্ছে। কিন্তু অনেক যাত্রী তাদের এই অনুরোধ মানছে না। ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন করা হয়নি বলে দাবি করেন তিনি। 

বরিশাল বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিটি লঞ্চে স্বাস্থ্য বিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা রয়েছে। কোনো লঞ্চ এই নির্দেশনা উপেক্ষা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে বলে জানান তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা