‘ভারতকে পিষে ফেলেছে পাকিস্তান’


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 26-10-2021

‘ভারতকে পিষে ফেলেছে পাকিস্তান’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে রবিবার রাতে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে এটাই প্রথম জয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। পাকিস্তানে বইছে আনন্দের হাওয়া। 

উল্টো দিকে একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে ভারত। এমন হারকে বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছেন না অনেকেই। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার মতে, ভারতকে একেবারে পিষে ফেলা হয়েছে।

বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড থাকলেও মহারণের আগে দলকে সতর্ক করেছিলেন গাভাস্কার। শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যিই হয়। গাভাস্কার বলেন, ‘এ ম্যাচে পাকিস্তান ভারতকে পিষে ফেলেছে। আশা করি এই হারের ক্ষত দ্রুতই কাটিয়ে উঠবে ভারত, কারণ সেটা জরুরী। এই ম্যাচে যা হয়েছে সেসব ভুলে পরের ম্যাচগুলোতে মনোযোগ দিতে হবে।’

 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা