মাঠে বাগবিতণ্ডা : জরিমানা গুনতে হচ্ছে লিটন ও লাহিরুকে


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-10-2021

মাঠে বাগবিতণ্ডা : জরিমানা গুনতে হচ্ছে লিটন ও লাহিরুকে

মাঠে বাগবিতণ্ডায় জড়িয়ে পারায় বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস ও শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাহিরু কুমারা শাস্তি পেয়েছেন। লাহিরুকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাসহ এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। লিটনের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

গতকাল রবিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচে লিটনকে আউট করার পর লিটনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান লাহিরু। তবে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার শুরুটা হয় লাহিরুর পক্ষ থেকে। 

ইনিংসের ষষ্ঠ ওভারে লিটনের উইকেট নেওয়ার পর তার দিকে তেড়ে গিয়ে লাহিরু কী যেন বলছিলেন। লিটনও তখন লাহিরুকে আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দিচ্ছিলেন। পরে বাংলাদেশ দলের অন্য ওপেনার মোহাম্মদ নাঈম ও আম্পায়াররা এসে পরিস্থিতি সামাল দেন।

প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পারসোনালের আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গ করায় জরিমানা করা হয়েছে দুজনকে। জরিমানার সঙ্গে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। 

এ ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট। তবে বাগ্‌বিতণ্ডার শুরু করায় লঙ্কান ফাস্ট বোলার লাহিরুকে লিটনের তুলনায় বেশি শাস্তি পেতে হচ্ছে।

শাস্তি আরোপ করেছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ। তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন মূল আম্পায়ার জোয়েল উইলসন ও আদ্রিয়ান হোল্ডস্টোক, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার রড টাকার। লাহিরু ও লিটন নিজেদের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।

লিটনের জন্য গতকালের ম্যাচটি এমনিতেই ভুলে যাওয়ার মতো ছিল না। ব্যাট হাতে ১৬ রানে আউট হয়েছেন, তার ব্যাটিং-ব্যর্থতা নিয়ে সমালোচনা এতে আরও বেড়েছে। এর মধ্যে ফিল্ডিংয়েও ভুল করেছেন লিটন!


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা