পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-10-2021

পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ

পুঁজিবাজারে টানা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। সোমবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে তারা বিক্ষোভ করে।

জানা যায়, গত কয়েক দিন ধরে দেশের পুঁজিবাজারে বড় দরপতনের মাধ্যমে লেনদেন চলছে। রবিবার (২৪ অক্টোবর) সপ্তাহের দাফতরিক কার্যদিবসের প্রথমদিনেই এই বড় পতন হয়। এদিকে, সোমবার (২৫ অক্টোবর) আড়াই ঘণ্টার মধ্যে ১৬৪ পয়েন্টের পতন সব ছাড়িয়ে যায়। এ অবস্থায় রাস্তায় নামতে বাধ্য হয় বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারীদের দাবি, দ্রুত দরপতন থেকে পুঁজিবাজারকে উত্থানে ফেরানোর পাশাপাশি গত ১০ অক্টোবর থেকে চলা এ দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

এদিকে এরইমধ্যে ১০ অক্টোবরের ৭৩৬৮ পয়েন্টের সূচক সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা ৩৬ মিনিটে ৬৮৪১ পয়েন্ট নেমে যায়। এ ক্ষেত্রে সূচক কমে ৫২৭ পয়েন্ট বা ৭ শতাংশ।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা