মিরপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-10-2021

মিরপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুর এলাকায় নির্মাণাধীন একটি ১২তলা ভবনের ছয়তলা থেকে পড়ে মনিরুল ইসলাম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে মিরপুর-১২ নম্বর এলাকার মোল্লা মার্কেটের পাশে একটি ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মনিরুল ইসলাম মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তিনি বর্তমানে মিরপুর ১২ নম্বর মোল্লার বস্তি এলাকায় থেকে রাজমিস্ত্রি কাজ করতেন।

নিহত মনিরুল ইসলামের সহকর্মী মো. তৌহর দৈনিক ইত্তেফাক অনলাইনকে বলেন, একটি ভবনের ছয়তলায় আমরা একসঙে কাজ করছিলাম। কাজ করার একপর্যায়ে অসাবধানবশত পড়ে যায় মনিরুল। তাৎক্ষণিকভাবে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা