পিসিবি কি সেই ব্ল্যাঙ্ক চেক পাবে?


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-10-2021

পিসিবি কি সেই ব্ল্যাঙ্ক চেক পাবে?

আন্তঃপ্রাদেশিক সমন্বয়ের (আইপিসি) সিনেট স্থায়ী কমিটির সঙ্গে গত ৭ অক্টোবর সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা বলেছিলেন, ‘এক বড় বিনিয়োগকারী আমাকে বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে পিসিবির জন্য একটি ব্ল্যাঙ্ক চেক প্রস্তুত আছে। আমাদের ক্রিকেট যদি আর্থিকভাবে শক্তিশালী হয়, তাহলে কেউ আমাদের ব্যবহার করতে পারবে না। সেরা ক্রিকেট দল এবং সেরা ক্রিকেট অর্থনীতি দুটিই বড় চ্যালেঞ্জ। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান। 

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে একটি ম্যাচও না খেলে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড দল। এরপর ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর বাতিল করে। রমিজ রাজা দায়িত্ব নেওয়ার পরপরই এই দুই দুঃসংবাদ আসে। তখন ক্রিকেটাররাও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেইসময় ওই ব্ল্যাঙ্ক চেকের খবর দিয়ে সবাইকে চাঙ্গা করার চেষ্টা করেন রমিজ রাজা। এবার দেখার পালা, সত্যিই কি সেই ব্ল্যাঙ্ক চেক পাবে পিসিবি?

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা