পাকিস্তানের এমন জয়ে যা বললেন ইমরান খান


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-10-2021

পাকিস্তানের এমন জয়ে যা বললেন ইমরান খান

বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না পাকিস্তানের। সেই পাকিস্তানই বিরাট কোহলিদের ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে। এমন জয়ে বাবর আজমদের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। এক টুইট বার্তায় ইমরান খান গোটা দলকেই দিয়েছেন শুভেচ্ছাবার্তা।

গতকাল দুবাইতে ব্যাটে-বলে পাকিস্তানের কাছে পাত্তাই পায়নি ভারতীয়রা। এমন দাপট দেখিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথম জয় তুলে নেয়ায় যারপরনাই খুশি ইমরান নিজের টুইট বার্তায় লেখেন, ‘পুরো পাকিস্তান দলকে অভিনন্দন। বিশেষত, বাবর আজম, যিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন।’

ভারত বধের আরও দুই নায়ক মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদির নামও বিশেষভাবে উল্লেখ করে ইমরান খান তার টুইটে আরও লেখেন, ‘দেশ তোমাদের জন্য গর্বিত!’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা