লিটনকে আউটের পর তেড়ে গেলেন লঙ্কান পেসার


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-10-2021

লিটনকে আউটের পর তেড়ে গেলেন লঙ্কান পেসার

শেষ কয়েক বছরে বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাক্ষাৎ মানেই যেন বাড়তি রোমাঞ্চ। সেটা খেলার কারণে হোক, কিংবা আনুষাঙ্গিক কোনো কারণে। রবিবারও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশে ওপেনার লিটন দাস আউট হয়ে ফেরার পথে বোলার লাহিরু কুমারা তেড়ে গেলেন। 

বাংলাদেশ তখন বিনা উইকেটে পাওয়ার প্লে শেষ করার দিকে এগোচ্ছে। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড অনের ওপর দিয়ে লাহিরু কুমারার গুড লেন্থের বলটা পাঠিয়ে দিতে চেয়েছিলেন লিটন। তবে টাইমিং হলো না, খোয়াতে হলো উইকেটটা। এরপরই ঘটল ধাক্কাধাক্কির ঘটনা। অবশ্য দ্রুত রেফারিসহ সংশ্লিষ্টরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। এগিয়ে চলে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ।

সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল ৪টায়। বাংলাদেশের পক্ষে লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ ওপেনিং করেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা