রাজাকারপুত্রের মনোনয়ন বাতিল না হলে দল থেকে গণপদত্যাগের ঘোষণা


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-10-2021

রাজাকারপুত্রের মনোনয়ন বাতিল না হলে দল থেকে গণপদত্যাগের ঘোষণা

৭২ ঘন্টার মধ্যে রাজাকারপুত্র গাজী শওকত হোসেনের নৌকার মনোনয়ন বাতিল করা না হলে দল থেকে গণপদত্যাগের ঘোষণা দিয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের দৃষ্টি আকর্ষণ করে এই ঘোষণা দেন। 

এ সময় সাতক্ষীরার কালিগঞ্জের ধলবাড়ীয়া ইউনিয়নের বহুল সমালোচিত চেয়ারম্যান রাজাকারপুত্র গাজী শওকত হোসেনের নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। 

এানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস মন্ডল, ৯ নম্বর ওয়াার্ড আওয়ামী লীগের সভাপতি আবুবক্কর গাইন, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ ঘোরামি, সম্পাদক সুদার্শন সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আমিনুর রহমান প্রমুখ। এসময় ধলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ বদরুজ্জামান, ধর্ম বিষষয় সম্পাদক শেখ আতিয়ার রহমান, কৃষি বিষষয় সম্পাদক কুদ্দুস মোড়লসহ নয়টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা