বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-10-2021

বড়াইগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেদওয়ানুল বারী রাহাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে রাজশাহী পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাহাত উপজেলার গোপালপুরের রাজাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে ও স্থানীয় মিছবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

রাহতের বাবা রবিউল জানান, গত দুই সপ্তাহ ধরে তার ছেলে জ্বর, বমি ও মাথা ব্যথায় ভুগছিল। স্থানীয় চিকিৎসক তাকে ওষুধ দিলেও কোনো কাজ হয়নি বরং অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পপুলারের আইসিইউ-তে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা