‘মানিকে মাগে হিতে’র কাশ্মিরী ভার্সন ভাইরাল


ভোরের ধ্বনি অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-10-2021

‘মানিকে মাগে হিতে’র কাশ্মিরী ভার্সন ভাইরাল

ইয়োহানির গাওয়া সিংহলী গান ‘মানিকে মাগে হিতে’র জনপ্রিয়তার গ্রাফ কিছুতেই যেন কমছে না। গানটি এবার কাশ্মীরি ভাষায় গেয়েছেন রানি হাজারিকা। ইনস্টাগ্রামে ভাইরাল ‘মানিকে মাগে হিতে’-র নতুন সংস্করণ। ইয়োহানির আবেগ, মাতিয়ে দেওয়া সুর যেন হুবহু শোনা গিয়েছে কাশ্মীরি কন্যার গায়কিতে। 

‘মানিকে মাগে হিতে’র আগেও অনেক গান গেয়েছেন ইয়োহানি। তবে এই গানটি দিয়ে শ্রীলঙ্কার বাইরেও জনপ্রিয়তা পেয়েছেন। বলিউডে অজয় দেবগনের আগামী ছবিতে গাইতে চলেছেন ইয়োহানি। 

কাশ্মীরি গায়িকা রানি হাজারিকা ‘মানিকে মাগে হিতে’র কাশ্মীরি রিমেকের নাম দিয়েছেন ‘মায়ান ইয়ারা’। ইনস্টাগ্রামে জানিয়েছেন, হাজারো অনুরোধের পর তিনি কাশ্মীরি ভাষায় গানটি নতুনভাবে গাইলেন। মূল সিংহলী গানটির যাবতীয় বৈশিষ্ট্য বজায় রেখেই। অনুরাগীদের থেকে ইতিমধ্যেই ভাল সাড়া পেয়েছেন। রানি হাজারিকার আশা, আগামী দিনেই ‘মায়ান ইয়ারা’ লোকমুখে আরও প্রচার পাবে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা